বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

বাড়লো টিসিবি পণ্যের দাম

আপডেট : ২১ মে ২০২৫, ২৩:০০

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তিনটি পণ্যের দাম বাড়িয়েছে। বুধবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

টিসিবি জানিয়েছে, এখন থেকে প্রতি লিটার সয়াবিন তেল ১৩৫ টাকা, প্রতি কেজি চিনি ৮৫ টাকা এবং প্রতি কেজি মসুর ডাল ৮০ টাকা দরে বিক্রি করা হবে।

সংস্থাটি আরও জানায়, ঈদুল আজহা উপলক্ষে সারা দেশের ৬৯০টি কেন্দ্রে পণ্য বিক্রি করছে টিসিবি। এর মধ্যে ঢাকায় ৫০টি, চট্টগ্রামে ২০টি, বাকি ছয়টি বিভাগীয় শহরে ১০টি এবং বাকি ৫৬টি জেলা শহরে ১০টি করে কেন্দ্রে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম চলছে।

ইত্তেফাক/এমএএম