শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Ittefaq

সারা দেশে আরও পাঁচ দিন সঙ্গী হতে পারে বৃষ্টি

আপডেট : ২২ মে ২০২৫, ১৩:৫৭

সারা দেশে চলমান বৃষ্টি আরও অন্তত পাঁচ দিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২২ মে) সকালে দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার বুলেটিনে জানানো হয়, আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে এবং এর পরবর্তী পাঁচ দিনে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।

বুলেটিন অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু মিয়ানমারের আকিয়াব উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে এবং এটি আরও অগ্রসর হওয়ার জন্য পরিবেশ অনুকূল রয়েছে।

এছাড়া, পশ্চিমবঙ্গ থেকে শুরু হয়ে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি দুর্বল লঘুচাপের অক্ষ বিস্তৃত রয়েছে। আগামী ২৬ মে নাগাদ দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি অস্থায়ীভাবে দমকা হাওয়াও বইতে পারে।

এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-একটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু অঞ্চলে মাঝারি থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কাও করা হচ্ছে।

তবে বৃষ্টির পাশাপাশি কিছু এলাকায় তাপপ্রবাহও বিরাজ করছে। মাদারীপুর, পাবনা, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও সাতক্ষীরা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি আরও কিছুদিন স্থায়ী হতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, যেখানে তাপমাত্রা ছিল ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সকাল ৬টা পর্যন্ত সিলেটে সবচেয়ে বেশি ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজধানী ঢাকায় একই সময়ে বৃষ্টি হয়েছে ৩৩ মিলিমিটার।

ইত্তেফাক/টিএইচ