মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

অনলাইন-কাউন্টার ছাড়া ট্রেনের টিকিট না কেনার আহ্বান

আপডেট : ২২ মে ২০২৫, ২১:৫৮

অনলাইনে এবং রেলস্টেশনের কাউন্টার ব্যতীত ট্রেনের টিকিট না কেনার আহ্বান জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২২ মে) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বার্তায় এই আহ্বান জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, প্রতারণা এড়াতে বাংলাদেশ রেলওয়ের অনলাইন সেবা ও স্টেশন কাউন্টার ব্যতীত অন্য কোনো উৎস থেকে টিকিট সংগ্রহ করা থেকে বিরত থাকুন।

এদিনে ঈদযাত্রাকে কেন্দ্র করে দ্বিতীয় দিনের মতো চলছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। যারা আজ টিকিট সংগ্রহ করছেন তারা আগামী ১ জুন ভ্রমণ করতে পারবেন।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সর্বদা তৎপর থাকার নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। এছাড়া আগামী ১ জুন থেকে গুরুত্বপূর্ণ স্টেশনসমূহে পর্যাপ্ত মোবাইল কোর্ট পরিচালনা ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা স্টেশনসমূহ নিয়মিত পরিদর্শন করবেন বলেও সভায় জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

ইত্তেফাক/এমএস