শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

৯৬টি চামচ শরীরে আটকে গিনেস রেকর্ডে ইরানি আবুলফজল

আপডেট : ২৩ মে ২০২৫, ১১:২১

একসঙ্গে ৯৬টি চামচ শরীরে আটকে নতুন রেকর্ড গড়েছেন ইরানের আবুলফজল সাবের মোখতারি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তার এই ব্যতিক্রমী কৃতিত্বকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে।

আবুলফজল দাবি করেন, তিনি যেকোনো ধাতব বা বস্তু নিজের শরীরের সঙ্গে আঠাবিহীনভাবে আটকে রাখতে পারেন। বিষয়টি কেবল কথার মধ্যে সীমাবদ্ধ নয়, প্রমাণও দিয়েছেন একাধিকবার। এই প্রতিভা কাজে লাগিয়ে তিনি এর আগেও একই রেকর্ডে নাম লিখিয়েছেন এবং এবার নিজেই নিজের গড়া রেকর্ড ভেঙেছেন।

২০২১ সালে প্রথমবার তিনি ৮৫টি চামচ শরীরে আটকে এই রেকর্ড করেছিলেন। তার আগেও একটি রেকর্ড ছিল, যেখানে তিনি ৬৪টি চামচ শরীরের সঙ্গে আটকে রেখেছিলেন। এরপর ২০২৩ সালে নতুন করে রেকর্ড গড়ার চেষ্টা করেন, এবং সেবার ৮৮টি চামচ আটকে রাখতে সক্ষম হন। সর্বশেষ ২০২৫ সালের জানুয়ারিতে তিনি ৯৬টি চামচ একবারে শরীরে আটকে আগের সব রেকর্ড ছাড়িয়ে যান।

আবুলফজলের বয়স এখন ৫৪ বছর। তিনি জানান, শৈশবে হঠাৎ করেই নিজের এই অদ্ভুত ক্ষমতা আবিষ্কার করেন। এরপর বহু বছর ধরে কঠোর অনুশীলনের মাধ্যমে সেই ক্ষমতাকে আরও শানিত করেছেন।

গিনেস রেকর্ড কর্তৃপক্ষকে দেওয়া এক সাক্ষাৎকারে আবুলফজল বলেন, 'অনেক বছর ধরে আমি নিজেকে প্রস্তুত করেছি। এই অর্জন আমার নিষ্ঠা ও পরিশ্রমের ফল।'

আবুলফজলের বিশ্বাস, তার শরীর থেকে এক ধরনের শক্তি নির্গত হয়, যা ধাতব বা অন্যান্য বস্তুকে আকৃষ্ট করে এবং তাকে সেগুলো শরীরে আটকে রাখার ক্ষমতা দেয়। তার মতে, এটিই তার ‘ভিন্নধর্মী প্রতিভা’।

এই ব্যতিক্রমী কীর্তির জন্য বিশ্বজুড়ে আলোচিত হচ্ছেন ইরানের এই ‘চামচ মানব’।

সূত্র: ইউপিআই

ইত্তেফাক/টিএইচ