কানে যাচ্ছেন না বলিউড ডিভা আলিয়া ভাট, ঘোষণা দিয়েছিলেন আগেই। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলেছেন তিনি। সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কান চলচ্চিত্র উৎসবের উদ্দেশে রওনা দিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।
গত কয়েক দিন ধরেই কানের লাল গালিচায় কোন কোন তারকাদের দেখা যাবে, তা নিয়ে চলছিল তুমুল আলোচনা। শর্মিলা ঠাকুর থেকে ঐশ্বরিয়া রাই বচ্চন ইতোমধ্যেই নজর কেড়েছেন, তবে আলিয়ার উপস্থিতি নিয়ে ছিল অনিশ্চয়তা।
ফ্রান্সের উদ্দেশে রওনা দেওয়ার সময় মুম্বাই বিমানবন্দরে আলিয়াকে দেখা গেল তার নিজস্ব স্টাইলে। ক্রিম কালারের ব্লেজার, সাদা টপ আর ঢোলা জিন্স এবং চোখে রোদচশমা—এই পোশাকেই তিনি ক্যামেরাবন্দী হয়েছেন। এই ছবি প্রকাশ্যে আসতেই আলিয়া ভক্তদের মুখে হাঁসি ফিরেছে।
যত দিন যাচ্ছে, আলিয়ার স্টাইল স্টেটমেন্টও যেন ক্ষুরধার হচ্ছে। তাই এ বছর কানের লাল গালিচায়ও যে নতুন কিছু চমক অপেক্ষা করছে, সেটাই আশা করছেন আলিয়ার অনুরাগীরা।