সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

কুমিল্লায় মাদক নিরাময় কেন্দ্র থেকে যুবকের লাশ উদ্ধার, পাল্টাপাল্টি হামলা

আপডেট : ২৪ মে ২০২৫, ১০:৪৬

কুমিল্লায় নিউ যত্ন নামের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে মো. কাজী সোহেল (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মৃত সোহেলের পরিবার ও স্থানীয় জনতা প্রতিবাদ জানালে মাদক নিরাময় কেন্দ্রের লোকজনের সাথে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। 

শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় কুমিল্লা নগরীর ঢুলিপাড়া এলাকায় অবস্থিত নিউ যত্ন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কাজী সোহেল জেলার বরুড়া উপজেলার ১০নং উত্তরশীল মুড়ি ইউনিয়নের লতিফপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কাজী সোহেলের বড় বোন মাসুদা বেগম সাংবাদিকদের জানান, আমার ভাই কাজী সোহেলকে ৩ মাস ১২ দিন আগে নগরীর ঢুলিপাড়া এলাকায় নিউ যত্ন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। শুক্রবার (২৩ মে) আমার ভাইকে ওই নিরাময় কেন্দ্রে দুপুরের খাবার খাইয়ে আমরা বাড়ি চলে যাই। বিকেলে ওই মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে আমার ভাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে আমাদের খবর দেয়া হয়। খবর পেয়ে আমরা দ্রুত ওই নিরাময় কেন্দ্রে ছুটে আসলে এখানে শত শত লোকজনের উপস্থিতিতে দেখি। আমার ভাইকে নিরাময় কেন্দ্রের লোকজন মেরে ফেলেছে মর্মে প্রতিবাদ করলে নিরাময় কেন্দ্রের লোকজন আমাদের উপর হামলা চালায়। পরে ওই মাদক নিরাময় কেন্দ্রের সংশ্লিষ্টরা পালিয়ে যায়।

নিহত সোহেলের পরিবার ও স্থানীয়রা জানান, মাদকাসক্ত সোহেলকে মাস তিনেক আগে নগরীর ঢুলিপাড়া এলাকায় নিউ যত্ন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করে তার পরিবার। শুক্রবার (২৩ মে) দুপুরে ওই নিরাময় কেন্দ্রে দুপুরের খাবার খাইয়ে বাড়ি চলে যান তার বোন মাসুদা। বিকেলে ওই মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে ‘সোহেল ফাঁস দিয়েছে’ বলে মাসুদাকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পরিবারের লোকজন দ্রুত ওই নিরাময় কেন্দ্রে ছুটে গেলে সেখানে শত শত লোকজনের উপস্থিতিতে দেখতে পান তারা।

এসময় নিরাময় কেন্দ্রের লোকজন সোহেলকে মেরে ফেলেছে বলে প্রতিবাদ করলে নিরাময় কেন্দ্রের লোকজন প্রতিবাদকারী লোকজনের ওপর হামলা চালায়। পরে ওই মাদক নিরাময় কেন্দ্রের সংশ্লিষ্টরা পালিয়ে যান। 

নাম প্রকাশে অনিচ্ছুক ওই মাদক নিরাময় কেন্দ্রের এক কর্মচারী বলেন, সোহেল ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ওসি রফিকুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। নিরাময় কেন্দ্রের সবাই আত্মগোপনে চলে গেছেন।

ইত্তেফাক/এমএস