সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

কিশোরগঞ্জের ভৈরবে আগুনে পুড়লো ৪০ দোকান

আপডেট : ২৪ মে ২০২৫, ১০:৫৯

কিশোরগঞ্জের ভৈরবে জুতার মার্কেটে ভয়াবহ আগুনে ৪০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৪ মে) রাত ১টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকা জলপরী পার্ক রোডে লালুকালু মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব  ফায়ার সার্ভিসের তিন ইউনিট ১ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভৈরব পাদুকা সমিতির সভাপতি আল-আমিন মিয়া জানান, আমাদের প্রায় ২ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। প্রায় ৩০-৪০টি দোকান পুড়ে গেছে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাত ১টার দিকে লালু-কালু পাদুকা মার্কেটে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের তিন ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মার্কেটের প্রায় ৪০টি দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকানগুলোতে পাদুকা তৈরির বিভিন্ন কাঁচামাল সামগ্রী ছিল। মার্কেটের বেশিরভাগই জুতা তৈরির ম্যাটেরিয়ালসের দোকান ছিল। দোকানগুলোতে জুতার তৈরির কেমিক্যাল থাকায় আগুন দ্রুত বেড়ে গিয়ে ছড়িয়ে পড়ে। প্রতিটি দোকানেই আটা, রাবার, পেস্টিং, সলিউশন জাতীয় পণ্য ছিল। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এ বিষয়ে কেউ সঠিক ভাবে বলতে পারছেন না।

ভৈরব ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর রাজন আহমেদ বলেন, রাত প্রায় ১টার দিকে ফায়ার সার্ভিস পাদুকা মার্কেটে আগুন লাগার সংবাদ পাই। পরে তৎক্ষণাৎ এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ১ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। আগুনে ছোট বড় মিলিয়ে ৩৫/৪০টি দোকান পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাতের বিষয়টি তদন্ত ছাড়া বলা সম্ভব নয় বলে তিনি জানান।

ইত্তেফাক/এমএস