শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Ittefaq

সর্বোচ্চ ডাকের ‘লজ্জার’ রেকর্ড সাকিবের

আপডেট : ২৪ মে ২০২৫, ১৩:২৬

গত সপ্তাহে পেশোয়ার জালমির বিপক্ষে চলমান পিএসএলে নিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ডাক মারেন সাকিব আল হাসান। শুক্রবার (২৩ মে) ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে ব্যাটিংয়ে নেমে আবারও ডাক মেরেছেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। ২ বল খেলে রানের খাতা খোলার আগেই ফিরেছেন সাজঘরে। এতেই লজ্জার এক রেকর্ড গড়েছেন সাকিব।

টি-টোয়েন্টিতে এতদিন বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ডাক (শূন্য) নিয়ে আউট হওয়ার বিব্রতকর রেকর্ডটি ছিল সৌম্য সরকারের। টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হয়ে তাকে মুক্তি দিয়েছেন সাকিব। সবমিলিয়ে ৩২ বার টি-টোয়েন্টিতে শূন্য রানে আউট হয়েছেন সাবেক এই টাইগার অধিনায়ক। ৩১ বার ডাক মেরে বাংলাদেশিদের মধ্যে সৌম্য আছেন দুইয়ে।

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ডাক নিয়ে আউট হওয়ার বিব্রতকর রেকর্ডে দীর্ঘ সময় শীর্ষে ছিলেন সৌম্য। সাকিব আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়লেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সুবাদে সৌম্যকে সেখান থেকে কিছুটা স্বস্তি দিয়েছেন।

সবমিলিয়ে বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টিতে সর্বাধিক ডাক মারার তালিকায় সাকিব আট এবং সৌম্য আছেন নয় নম্বরে। সর্বোচ্চ ৪৮টি ডাক নিয়ে সবার ওপরে আছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার সুনীল নারিন।

এ ছাড়া সংক্ষিপ্ত ফরম্যাটের সংস্করণে সর্বোচ্চ শূন্য রানে আউট হওয়াদের তালিকায় আছে বেশ কয়েকটি বড় নাম। শুরুর দিকে থাকা এসব ক্রিকেটার হচ্ছেন– রশিদ খান (৪৫), অ্যালেক্স হেলস (৪৪), গ্লেন ম্যাক্সওয়েল (৩৫), রাইলি রুশো (৩৩), পল স্টার্লিং (৩৩) ও জেসন রয় (৩৩)।

ইত্তেফাক/জেডএইচ