বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

৩ উইকেট নিয়ে আইফোন জিতলেন রিশাদ 

আপডেট : ২৪ মে ২০২৫, ১৪:৫৫

দ্বিতীয় কোয়ালিফায়ারে ৩ উইকেট নিয়ে লাহোর কালান্দার্সকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। লাহোর ফ্র্যাঞ্চাইজি ম্যাচ জয়ের পর ভালো পারফরমারদের পুরস্কৃত করে থাকে। এমন পারফরম্যান্সের সুবাদে বিশেষ একটি পুরস্কার পেয়েছেন রিশাদ। আর এই বিশেষ পুরস্কারটি হচ্ছে আইফোন।

মোট পুরস্কার দেওয়া হয় চারটি। তিনটি দেওয়া শেষ। সর্বশেষটা কে পেতে পারেন—লাহোর কালান্দার্সের পরিচালক সামিন রানা এই প্রশ্নটি ছুড়ে দেন ড্রেসিংরুমে থাকা ক্রিকেটারদের মধ্যে। খানিকক্ষণ চুপ থেকে হুট করে একটা রিশাদের নাম শোনা যায়। শেষ পর্যন্ত রিশাদের হাতেই সেই পুরস্কার উঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি লাহোর কালান্দার্সের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। 

দ্বিতীয় কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৩ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেন রিশাদ। আউট করেছেন শাদাব খান, সালমান আগা ও জিমি নিশামকে, এরা ইসলামাবাদের মূল ব্যাটার।

রিশাদের প্রশংসা করে লাহোরের পরিচালক সামিন রানা বলেন, ‘সত্যিই রিশাদ তুমি আমাদের গর্বিত করেছ। তুমি চাপে ছিল তখন তুমি ওদের মূল ব্যাটারদের আউট করেছ, যারা স্পিনের বিপক্ষে ভালো বলেই ধরা হয়। তোমার জন্য থাকছে আইফোন।’

ইত্তেফাক/জেডএইচ