বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা, নিহত ১

আপডেট : ২৪ মে ২০২৫, ১৯:২৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগেছে। এ দুর্ঘটনায় শাকিলা আকতার নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

শনিবার (২৪ মে) দুপুরে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায়  শাকিব গাজী গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন শাকিলা আকতার ও শাকিব। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের একটি দল। পরে আহতদের উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর শাকিলা আকতারের মৃত্যু হয়। 

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। এদের মধ্যে মোটরসাইকেলের আরোহী শাকিলা আকতারকে ঢামেকে নেওয়ার মৃত ঘোষণা করা হয়েছে। মোটরসাইকেলের চালক শাকিব গাজী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।

হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, দুর্ঘটনায় আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি হেফাজতে নেওয়া হয়েছে।

ইত্তেফাক/এপি