আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের মহেশপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে অন্তত ১৫ জন আহতের খবর পাওয়া গেছে।
শনিবার (২৪ মে) বিকেলে মহেশপুরের ভৈরবা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিএনপির জিয়া গ্রুপ ও সোজানুর গ্রুপের নেতাকর্মীরা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে। সংঘর্ষ চলাকালে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্হানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, বাঁশ বাড়িয়া ইউনিয়ন বিএনপির সদ্য অব্যহতি প্রাপ্ত সভাপতি সোজানুর রহমান নেতাকর্মীদের নিয়ে ভৈরবা বাজারে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় সেখানে হাজির হয় বিএনপির অন্য একটি গ্রুপ। পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। সংঘর্ষে চলাকালে দুপক্ষের হাতে লাঠিসোঁটা দেখা গেছে। খবর পেয়ে যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোজানুর রহমান অভিযোগ করে বলেন, আমাকে দল থেকে ষড়যন্ত্রমূলকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এর প্রতিবাদে শনিবার মানববন্ধনের প্রস্তুতি নেওয়ার সময় নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। আমি সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে জানতে মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সম্পাদক মো. দবির উদ্দিন এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়াকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন রিসিভি করেননি। এতে তাদের বক্তব্য জানা যায়নি।
দুপক্ষের সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে মহেশপুর থানার ডিউটি অফিসার এস আই ফারুক বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের একটি দল। পরে যৌথ বাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে বলে জানতে পেরেছি। এ মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে অতিরিক্তি পুলিশ ফোর্স মোতায়েন রয়েছে।