পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে শনিবার (২৪) তুমুল ঝড়-বৃষ্টিতে অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। সেই সঙ্গে আহত হয়েছে অন্তত ৯২ জন। পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) এই তথ্য জানিয়েছে। খবর ডনের।
এর আগে গতকাল ঝড়-বৃষ্টি নিয়ে নাগরিকদের উচ্চ সতর্কতা জারি করেছিল পিডিএমএ। এক বিবৃতিতে পিডিএমএ বলেছে, রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টি ও বাতাসের রিপোর্টের খবরে এখনও সতর্কতা জারি রয়েছে।
খবরে বলা হয়েছে, ঝড়-বৃষ্টির কারণে পুরনো ও ঝুঁকিপূর্ণ ঘরবাড়ি ধসে এবং অনিরাপদ স্থানে অবস্থানের কারণে ১০ জনের বেশি মানুষ মারা গেছেন। স্থানীয় একটি কারখানার ছাদ ভেঙে পড়লে একজন শ্রমিক নিহত হন। এতে আহত হয়েছেন পাঁচজন।
এ ছাড়া একজন ব্যক্তি বজ্রপাতে প্রাণ হারিয়েছেন। ঝড়ের কারণে অনেক কাঁচা ঘরবাড়ি ও পুরোনো দালান ক্ষতিগ্রস্ত হয়েছে। সবমিলিয়ে ১৩ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে পিডিএমএ।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়ের কারণে অনেক গাছ পড়ে গেছে এবং সোলার প্যানেল ক্ষতিগ্রস্ত হয়েছে।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ প্রশাসন ও উদ্ধার টিমকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। পিডিএমএ'র মহাপরিচালক (ডিজি) ইরফান আলী কাতিয়া বলেছেন, কন্ট্রোল রুম থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি নাগরিকদের সতর্ক এবং বৈদ্যুতিক খুঁটি ও ঝুলন্ত তার থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।