শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

আম্পায়ারের সিদ্ধান্তে বেজায় চটেছেন প্রীতি জিনতা

আপডেট : ২৫ মে ২০২৫, ১৩:৪৫

আইপিএলে পাঞ্জাব কিংস বনাম দিল্লি দিল্লি ক্যাপিটালসের ম্যাচে একটি সিদ্ধান্ত নিয়ে বেজায় চটেছেন প্রীতি জিনতা। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে বেশ ক্ষুব্ধ এই বলিউড অভিনেত্রী ও পাঞ্জাব কিংসের মালিক।

ঘটনাটি ইনিংসের ১৫তম ওভারের শেষ বলকে ঘিরে। মোহিত শর্মার করা বলটিতে লং অনের দিকে উড়িয়ে মারেন শশাঙ্ক সিং। সেখানে ফিল্ডিং করছিলেন করুন নায়ার। বাউন্ডারির একেবারে কাছে এক পায়ে দাঁড়িয়ে বলটি ধরে সীমানার মধ্যে ফেলেন নায়ার। তবে এমনটা করার পরই সঙ্গে সঙ্গে ছক্কার ইশারা করেন তিনি। পা বাউন্ডারি দড়িতে লেগেছে বলেই জানান নায়ার।

তবে রিপ্লেতে তৃতীয় আম্পায়ার দেখেছেন ভিন্ন কিছু। বল হাতে থাকার সময় নায়ারের পা বাউন্ডারির দড়িতে লাগেনি বলে মনে করেছেন তিনি। তাই ফিল্ডার ছক্কার ইশারা দিলেও তৃতীয় আম্পায়ার ছক্কা দেননি। ওদিকে ছক্কা ভেবে ব্যাটার শশাঙ্ক কিং ও শ্রেয়াস আইয়ার দৌড়েছেনও দেরিতে, নেন ১ রান।

আর এতেই খেপেছেন প্রীতি জিনতা। ম্যাচ শেষে নায়ারের সঙ্গেও কথা বলেছেন পাঞ্জাবের মালিক। এ সময় নায়ার তাকে জানান, এটা ছক্কাই ছিল। এরপর এক্সে এক পোস্টে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন প্রীতি। তিনি লেখেন, ‘এত বড় মানের টুর্নামেন্টে, যেখানে তৃতীয় আম্পায়ারের হাতে এত প্রযুক্তি রয়েছে, সেখানে এমন ভুল গ্রহণযোগ্য নয় এবং একেবারেই হওয়া উচিত নয়। ম্যাচের পরে আমি করুনের সঙ্গে কথা বলেছি এবং সে নিশ্চিত করেছে, এটা নিশ্চিতভাবেই ছয় ছিল।’

পাঞ্জাবের দেওয়া ২০৭ রানের লক্ষ্য  ৩ বল বাকি থাকতে উতরে গেছে দিল্লি। ওই বলে ছক্কা হলে পাঞ্জাবের রান হতো ২১১। তখন ফল অন্য রকমও হতে পারত। আইয়ার ও শশাঙ্ক ছক্কার ইশারার কারণে দৌড়ে ১ রানের বেশি নেননি, যেখানে আরও ২ রান নেওয়া সম্ভব ছিল। পাঞ্জাবের মালিক প্রীতির ক্ষোভটা এ কারণেই।

ইত্তেফাক/জেডএইচ