বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

অস্ট্রেলিয়ার মুসলিম নারী সিনেটরের চাঞ্চল্যকর অভিযোগ

আপডেট : ২৮ মে ২০২৫, ১৩:৪৭

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম হিজাব পরিহিত নারী সিনেটর ফাতেমা পেইম্যান এক পুরুষ সহকর্মীর বিরুদ্ধে অশালীন ও ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী মন্তব্য করার অভিযোগ তুলেছেন। একটি সামাজিক আনুষ্ঠানিকতায় মদ্যপ অবস্থায় ওই সহকর্মী তাকে উদ্দেশ করে বলেন, 'চলো, তোমাকে একটু ওয়াইন খাওয়াই, তারপর দেখি তুমি টেবিলের ওপর নাচো।'

এ ধরনের মন্তব্যে বিস্মিত ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ফাতেমা। তিনি বলেন, 'আমি মদ পান করি না। আর তোমরা মদ খাও বলে আমাকে ভিন্ন কেউ ভাবা—এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।' ফাতেমার অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে অনলাইন সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট।

মাত্র ২৮ বছর বয়সে ২০২২ সালে লেবার পার্টির টিকিটে পশ্চিম অস্ট্রেলিয়া থেকে সিনেটর নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন ফাতেমা পেইম্যান। তার মতে, বর্তমান সময়ের তরুণ রাজনীতিকরা এখন আর কোনো অন্যায়, অসম্মানজনক আচরণ বা বৈষম্যকে চুপচাপ মেনে নিচ্ছেন না। তিনি বলেন, 'না বলা মানেই হচ্ছে নিজের সীমারেখা স্পষ্ট করা, আর সেটা অন্যের প্রতি দয়া নয়, বরং নিজের প্রতি সম্মান।'

ঘটনার পরপরই তিনি ‘পার্লামেন্টারি ওয়ার্কপ্লেস সাপোর্ট সার্ভিস’ নামের একটি স্বাধীন সংস্থার কাছে অভিযোগ দায়ের করেন। উল্লেখযোগ্য যে, এই সংস্থাটি গঠিত হয় আলোচিত ব্রিটনি হিগিন্স ধর্ষণ মামলার পর।

ফাতেমা জানান, সংস্থাটি তার অভিযোগ গ্রহণ করে দ্রুত ও পেশাদারভাবে ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, 'আমি সন্তুষ্ট যে, বিষয়টি খুব দ্রুত ও সুষ্ঠুভাবে সমাধান হয়েছে'।

আফগানিস্তানের কাবুলে ১৯৯৫ সালে জন্মগ্রহণ করেন ফাতেমা পেইম্যান। পরবর্তীতে অস্ট্রেলিয়া পাড়ি জমান তিনি। সেখানে ফার্মেসি অ্যাসিস্ট্যান্ট ও ইউনিয়ন সংগঠক হিসেবে কাজ করেছেন। ২০২২ সালে তিনি ‘অস্ট্রেলিয়ান মুসলিম রোল মডেল অব দ্য ইয়ার’ সম্মানে ভূষিত হন।

ইত্তেফাক/টিএইচ