শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

মাতারবাড়ি প্রকল্পে বাংলাদেশের পাশে থাকবে জাপান: প্রেস সচিব

আপডেট : ৩০ মে ২০২৫, ১৮:২৩

মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছে জাপান।

শুক্রবার (৩০ মে) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

এর আগে মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ ওঠায় জাপানের ঋণ স্থগিত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

এ বিষয়ে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে (ইআরডি) পাঠানো এক চিঠিতে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) সাতটি প্রশ্নের উত্তর চেয়ে আগামী ৪ জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়। যথাসময়ে উত্তর না দিলে ঋণ স্থগিতের কথা বলা হয়।

জাইকা মনে করছে, এই প্রকল্পে দুর্নীতি হয়েছে কি না, তা জানার আইনগত অধিকার তাদের রয়েছে।

প্রায় ৫৭ হাজার কোটি টাকার এই প্রকল্পে জাইকার ঋণ সহায়তা প্রায় ৪৮ হাজার কোটি টাকা, যা এখন পর্যন্ত বাংলাদেশে জাপানের সর্ববৃহৎ ঋণ সহায়তা হিসেবে বিবেচিত।

ইআরডির অতিরিক্ত সচিব (জাপান শাখা) মো. আবু সাঈদ জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই জাইকার চিঠির জবাব দেওয়া হবে। তিনি বলেন, আমরা তথ্য দিয়ে জাইকার আশঙ্কা দূর করার চেষ্টা করব। তবে তারা অর্থায়ন অব্যাহত রাখবে কি না, তা তাদের সিদ্ধান্ত।

ইত্তেফাক/এমএস