বিদেশে থাকা বাংলাদেশিরা এবারও দেশ পাঠিয়েছেন বিপুল অঙ্কের রেমিট্যান্স। সদ্য শেষ হওয়া মে মাসে প্রবাসীরা বৈধ পথে দেশে পাঠিয়েছেন ২৯৭ কোটি ডলার, যা দেশে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড।
বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৬ হাজার ২৩৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। প্রতিদিন গড়ে আসছে ৯ কোটি ৫৮ লাখ ডলার বা প্রায় ১ হাজার ১৬৯ কোটি টাকা। এর আগে দেশে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল চলতি বছরের মার্চ মাসে যা ৩২৯ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রতি মাসে ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স আসছে। ২০২৩-২৪ অর্থবছরে জুলাই থেকে মে পর্যন্ত ১১
মাসে মোট এসেছে ২ হাজার ৭৫০ কোটি ৭০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে (জুলাই-মে) এসেছিল ২ হাজার ১৩৭ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ এবারের ১১ মাসে আগের বছরের তুলনায় ৬১৩ কোটি ৩০ লাখ ডলার বেশি এসেছে, যা প্রায় ৬.১৩ বিলিয়ন ডলারের সমান।
মে মাসে ব্যাংকভিত্তিক হিসাবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে প্রায় ৬৬ কোটি ৫৩ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকের মধ্যে কেবল কৃষি ব্যাংকেই এসেছে ২০ কোটি ৫০ লাখ ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩৭ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪১ লাখ ৩০ হাজার ডলার। গত বছরের মে মাসের তুলনায় এবার ৪১ কোটি ৫০ লাখ ডলার বেশি রেমিট্যান্স এসেছে। আর এপ্রিল মাসের তুলনায় বেড়েছে ২২ কোটি ডলার।