শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

৪৮তম বিশেষ বিসিএস 

অ্যাপিয়ার্ড প্রার্থীদের জন্য পিএসসির বিশেষ শর্ত

আপডেট : ০২ জুন ২০২৫, ১৩:০০

চলমান ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষায় আবেদন করছেন দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা। তবে যারা এখনও চূড়ান্তভাবে পাস করেননি, অর্থাৎ অ্যাপিয়ার্ড (অবতীর্ণ) অবস্থায় রয়েছেন, তাদের জন্য বিশেষ শর্ত বেঁধে দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এসব শর্ত আবেদন যাচাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে কমিশন।

পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৮তম বিশেষ বিসিএসের আবেদন প্রক্রিয়া শেষ হবে ২৫ জুন সন্ধ্যা ৬টায়। শুধুমাত্র সেসব প্রার্থীকেই ‘অ্যাপিয়ার্ড’ হিসেবে বিবেচনা করা হবে, যাদের স্নাতক অথবা স্নাতকোত্তর পর্যায়ের সব লিখিত পরীক্ষা উল্লিখিত শেষ তারিখের আগেই সম্পন্ন হয়েছে। অর্থাৎ, ২৫ জুনের মধ্যে যদি কারও সব লিখিত পরীক্ষা শেষ হয়, তবে তিনি এই ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন।

এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। যদি কোনো প্রার্থী এই ডিগ্রির লিখিত পরীক্ষায় অংশ নিয়ে থাকেন এবং ফলাফল এখনো প্রকাশিত না হয়ে থাকে, তবে তিনিও অনলাইনে আবেদন করতে পারবেন। তবে পিএসসি বলছে, এই আবেদন ‘সাময়িকভাবে গ্রহণযোগ্য’ হবে।

তবে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ—যদি দেখা যায়, লিখিত পরীক্ষার ফলাফলে ওই প্রার্থী ফেল করেছেন কিংবা অন্য কোনো কারণে ডিগ্রি অর্জন সম্ভব হয়নি, সেক্ষেত্রে তাঁর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ, প্রাথমিকভাবে আবেদন গ্রহণযোগ্য হলেও চূড়ান্ত নির্বাচনে বিবেচনায় নেওয়া হবে না।

পিএসসি জানিয়েছে, আবেদন যাচাই-বাছাইয়ে এসব শর্ত কঠোরভাবে মানা হবে। ফলে আবেদনকারীদের সতর্কতার সঙ্গে আবেদনের আগে নিজ নিজ একাডেমিক অবস্থান নিশ্চিত করে নিতে বলা হয়েছে।

ইত্তেফাক/টিএইচ