নাটোরের লালপুরে একই সময়ে এক কৃষক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় স্বামীর মরদেহ উদ্ধার করা হয়েছে তামাক পোড়ানোর ঘর থেকে। একইসময়ে স্ত্রীর মরদেহ পড়েছিল নিজ ঘরের বিছানায়।
সোমবার (১ জুন) রাতে লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের সুন্দরগাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- মৃত আজিজুল হকের ছেলে রইজুল ইসলাম (৩৮) ও তার স্ত্রী ফাতেমা খাতুন (৩২)।
স্থানীয়দের ধারণা, ঋণের দায়ে আত্মহত্যা করেছেন রইজুল ইসলাম। তবে তার স্ত্রী ফাতেমার মৃত্যু কিভাবে হয়েছে তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ।
নিহত ওই দম্পতির ছেলে সম্রাট জানান, পাশের ঘরেই ঘুমিয়ে ছিলেন তিনি। সকালে মায়ের ঘরে বিছানায় মায়ের মরদেহ দেখতে পান। পরে বাড়ির সামনের তামাক পোড়ানোর ঘরের আড়ার সঙ্গে দঁড়িতে ঝুলানো বাবার মরদেহ দেখতে পান।
সম্রাট বলেন, ‘বাবার বেশ কিছু টাকা ঋণ ছিল। কি কারণে এই ঘটনা ঘটলো তা বলতে পারবো না।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান জানান, যতদূর জানা গেছে। তামাকের চাষ করতে গিয়ে অনেক টাকা ঋণ হয় রইজুলের। সেই ঋণের দায়েই আত্মহত্যা করেছেন তিনি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।