রোববার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

দ্রুত নিবন্ধন-প্রতীক ফিরে পাবে জামায়াত: আযাদ

আপডেট : ০২ জুন ২০২৫, ১৫:৪৯

দ্রুত জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেওয়ার ব্যাপারে বিষয়ে ইসি পজিটিভ বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ।

সোমবার (২ জুন) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দুটি ইস্যু নিয়ে বৈঠক করেছে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।  

এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, রোববার (২ জুন) আদালত ইসিকে নিবন্ধন পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে আদেশ দিয়েছেন। সেই বিষয়ে তারা ছয়জন ইসির সঙ্গে বৈঠক করেছেন। ইসি পজিটিভ জানিয়ে তিনি বলেন, তারা চান বিলম্ব না করে দ্রুত যেন কার্যকর হয়। এজন্য দেশবাসী অধীর আগ্রহে আছে।

আদালতের রায়ের পরদিন দলটি আইনজীবীসহ রায়ের কপি নিয়ে এসেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক বিষয়ে আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে রোববারই নির্বাচন কমিশন জানিয়েছিল।

ইত্তেফাক/এটিএন