নাটোর সদরে থেমে থাকা বিকল পিকআপ ভ্যানে অপর পিকআপের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২ জুন) রাত সাড়ে ১১টার দিকে শহরের চকবৈদনাথ চামড়া পট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাপাইনবাবগঞ্জের আম ব্যবসায়ী মজিদ (৭০) এবং পিকআপ চালক রনি (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাপাইনবাবগঞ্জ কানসাট থেকে পিকআপ ভর্তি আম নিয়ে মজিদ নামের ওই আম ব্যবসায়ী পাবনা যাচ্ছিলেন। রাত ১১ টার সময় শহরের চকবৈদ্যনাথ (চামড়াপট্টি) এলাকায় পিকআপটি পৌঁছালে টায়ার নষ্ট হয়ে পড়ে। এ সময় পিকআপের চালক রনি ও আম ব্যবসায়ী মজিদ গাড়ি থেকে নেমে পিছনে গিয়ে চাকা মেরামত করছিলেন।
হঠাৎ পেছন দিক থেকে আসা চলন্ত আরেকটি পিকআপ দাঁড়িয়ে থাকা পিকআপে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে চালকসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।