বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

‘ইংল্যান্ডে খেলার ভয়ে অবসর নিয়েছেন কোহলি’

আপডেট : ০৩ জুন ২০২৫, ১০:০৬

আগামী ২০ জুন থেকে ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। সিরিজ শুরুর আগে কথার যুদ্ধ শুরু হয়ে গেছে। সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি। অবসর নেওয়া নিয়েই কোহলিকে খোঁচা মেরেছেন ইংল্যান্ডের সাবেক এই স্পিনার মন্টি পানেসার।

ইংল্যান্ডের সাবেক এই স্পিনার মনে করেন অফ স্টাম্পের বাইরের বলে এখনও দুর্বলতা আছে কোহলির। যা ইংল্যান্ডে আরও ভোগাতে পারতো। তাই তরুণদের জায়গা দিতেই কোহলি অবসর নিয়েছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসকে পানেসার বলেন, 'আমি ভেবেছিলাম কোহলি অবশ্যই খেলবে। ইংল্যান্ড দলও সেটাই আশা করেছিল। তবে যেভাবে সে সরে গেল তা আমাকে অবাক করেছে। হয়তো অফ স্টাম্পের বাইরের বলে তার এখনও দুর্বলতা আছে।'

ইংল্যান্ডের সাবেক এই স্পিনার মন্টি পানেসার।

ইংল্যান্ডের সাবেক এই স্পিনার আরও বলেন, 'নির্বাচকরা নিশ্চয়ই এটা নিয়ে তার সঙ্গে কথা বলেছেন। তাকে হয়তো বলেছেন, যদি প্রথম দুই ম্যাচে ভালো খেলতে না পারো, তাহলে পাঁচটা ম্যাচই খেলবে এমন আশা রেখো না। সে কারণেই কোহলি ভেবেছে অবসর নিয়ে তরুণদের সুযোগ করে দেওয়া উচিত।'

ইত্তেফাক/জেডএইচ