ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ময়মনসিংহ, চাঁপাইনবাবগঞ্জ ও পঞ্চগড় জেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে আরও ৫৬ জনকে ঠেলে পাঠিয়েছে। সোমবার (২ জুন) গভীর রাত ও আজ মঙ্গলবার ভোরে এই তিন সীমান্ত থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির ভাষ্য অনুযায়ী, ফেরত আসা এসব বাংলাদেশি বেশ কয়েক বছর ধরে ভারতে অবৈধভাবে অবস্থান করছিলেন এবং বিভিন্ন রাজ্যে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
পঞ্চগড়
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা গণমাধ্যমকে জানান, পঞ্চগড়ের শিংরোড ও হাড়িভাসা সীমান্ত দিয়ে আবারও নারী-শিশুসহ ২৬ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। গতকাল সোমবার মধ্যরাতে তাদের আটক করে পঞ্চগড় সদর থানায় আনে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, কুড়িগ্রামের নাগেশ্বরী ও ফুলবাড়ি উপজেলায় তাদের বাড়ি।
আটক ব্যক্তিদের মধ্যে ১৮ মাস থেকে ১০ বছর বয়সী ১০ জন শিশু, ২১ থেকে ৫৫ বছর বয়সী ৭ জন পুরুষ এবং ১৮ থেকে ৪৫ বছর বয়সী ৯ জন নারী আছেন।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে ভারতের দিল্লির আশপাশে বসবাস করছিলেন। গত ২৮ মে ভারতীয় পুলিশ তাদের আটক করে উড়োজাহাজে ভারতের পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে নিয়ে আসে। সেখান থেকে বাসযোগে সীমান্ত এলাকায় এনে বিএসএফের মাধ্যমে বাংলাদেশে পুশইন করে।
ময়মনসিংহ
ময়মনসিংহ বিজিবির মুন্সিপাড়া ক্যাম্পের নায়েক সুবেদার খাইরুল ইসলাম জানান, রাতে বিএসএফ ১২ জনকে পুশইন করে। তারা সবাই খুলনা বিভাগের নাগরিক। ২০০৪ সালে তারা ভারতে গিয়েছিলেন। বৈধ প্রক্রিয়া অনুসরণ না করে বিএসএফ তাদের পুশইন করেছে। বর্তমানে তাদের পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আটক করা ব্যক্তিদের মধ্যে একজন শিশু, তিনজন নারী ও আটজন পুরুষ। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, তারা খুলনা বিভাগের বাসিন্দা। অবৈধভাবে ভারতের গুজরাট রাজ্যে গিয়ে বসবাস শুরু করেন তারা। নেত্রকোনার অধীন ৩১ বিজিবির আওতাধীন ধোবাউড়ার মুন্সিপাড়া সীমান্ত দিয়ে দিবাগত রাত তিনটার দিকে ভারতের রসনাই গিরি বিএসএফ ক্যাম্পের সদস্যরা ১২ জনকে ঠেলে পাঠান। পরে বিজিবি তাদের আটক করে মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত দিয়ে আটজনকে ঠেলে পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ ভোরে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, আজ ভোর সাড়ে চারটার দিকে বিএসএফ আটজনকে বাংলাদেশে ঠেলে পাঠায়। এর মধ্যে চারজন নারী ও চারজন পুরুষ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীসহ বিভিন্ন জেলায়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিরা বিজিবির চাঁনশিকারী সীমান্ত ফাঁড়িতে আছেন। তাদের ভোলাহাট থানা-পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।