কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং-শামলাপুর পাহাড়ি সংযোগ সড়কে (সিএনজি অটোরিকশা) চালক ও যাত্রীসহ ৫ জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩ জুন) সকালে ঘটনা ঘটে।
অপহৃতদের মধ্যেই একজন স্থানীয় চালক, বাকি ৪ জন রোহিঙ্গা বলে জানা গেছে। তবে চালক ছাড়া বাকিদের পরিচয় শনাক্ত করা যায়নি।
অপহৃত চালক টেকনাফের হোয়াইক্যং ৪ নম্বর ওয়ার্ড দৈংগ্যাকাটার মৃত নুর আহমেদের ছেলে মো. শামসু আলম(৩৫)। বিষয়টি নিশ্চিত করেন হোয়াইক্যং দৈংগ্যাকাটার বাসিন্দা আবু নোমান।
তিনি বলেন, মঙ্গলবার (৩ জুন) সকালের দিকে হোয়াইক্যং বাজার থেকে বাহার ছড়া যাওয়ার পথে হোয়াইক্যং-শামলাপুর সড়কের মাঝপথে একদল ডাকাত সিএনজিচালিত অটোরিকশাকে আটকিয়ে গাড়ি চালকসহ ৫ জনকে আটক করে পাহাড়ে নিয়ে যায়। তাদের মধ্যে একজন ওই সিএনজির চালক মো. শামসু আলম, সেখানে থাকা বাকি রোহিঙ্গাদের পরিচয় শনাক্ত করা যায়নি। অপহরণের শিকার রোহিঙ্গারা মাছ কিনতে বাহার ছড়াতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
এ বিষয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শোভন কুমার শাহা বলেন, হোয়াইক্যং- শামলাপুর সড়কে অপহরণের ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে পৌঁছে। পরে সেখান থেকে একটি সিএনজি গাড়ি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ডাকাতদলের হাতে একজন সিএনজি চালক বাকি চার জন রোহিঙ্গা অপহরণ হয়েছে বলে শুনেছি। অপহৃতদের উদ্ধারে চেষ্টা চলছে।
এর আগে, হোয়াইক্যং-শামলাপুর এ সড়কে গত ২২ মে একটি ডাম্পনট্রাক চালক ও আরেক জন মোটরসাইকেল আরোহীসহ মোট ৫ জন অপহরণের শিকার হয়েছিলো। পরে তারা কৌশলে বাড়ি ফিরে আসতে পেরেছেন।