বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

দেশে ফের বাড়ছে করোনার প্রকোপ, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯

আপডেট : ০৩ জুন ২০২৫, ১৯:৪২

গত ২৪ ঘণ্টায় দেশে ৪০টি নমুনা পরীক্ষা করে ৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ২২.৫০ শতাংশ। মঙ্গলবার (৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এ পর্যন্ত মোট ২০ লাখ ৫১ হাজার ৭২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

সেখানে আরও জানানো হয়, একই সময়ে ২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন, যার ফলে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৫৪ জনে। এ পর্যন্ত মোট ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ১৭১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টার পরীক্ষায় শনাক্তের হার ২২.৫ শতাংশ এবং দেশের মোট শনাক্তের হার ১৩.০৫ শতাংশ। সুস্থতার হার ৯৮.৪২ শতাংশ।

এ সময় কেউ করোনায় মৃত্যুবরণ করেননি। মোট মৃতের সংখ্যা ২৪ হাজার ৪৯৯ জন এবং মোট মৃত্যুহার ১.৪৪ শতাংশ।

গতকাল সোমবার ২৪ ঘণ্টায় ২৮টি নমুনা পরীক্ষা করে ১৪ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছিল।

ইত্তেফাক/আইএ