বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ঈদের আগে ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক

আপডেট : ০৪ জুন ২০২৫, ১৬:৫০

ঈদুল আজহার ছুটি শুরুর আগে শেষ কর্মদিবসে রাজধানীতে ব্যাংকগুলোর শাখা থেকে নগদ টাকা তোলা ও অন্যান্য ব্যাংকিং লেনদেনের চাপ বেড়েছে। ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, নিয়মিত কর্মদিবসের তুলনায় আজ বুধবার লেনদেন বেড়েছে ২৫ শতাংশ।

ডিজিটাল ব্যাংকিং সেবা ও এটিএম বুথ ব্যবহারের সুযোগ থাকা সত্ত্বেও ঈদকে সামনে রেখে ব্যাংকের শাখাগুলোয় নগদ টাকা তুলতে গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা গেছে।

আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আগামী ১৪ জুন পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে।

তবে পোশাককর্মীদের বেতন-বোনাস পরিশোধ ও আমদানি-রপ্তানি কার্যক্রমের সুবিধার্থে আগামী ৫, ১১ ও ১২ জুন শিল্প এলাকায় তফসিলি ব্যাংকের শাখা খোলা থাকবে।

নগদ টাকা তোলার জন্য রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের মতিঝিল শাখায় অপেক্ষা করছিলেন রাজিবুল ইসলাম। তিনি বলেন, গরু কেনার জন্য অনেক টাকা লাগবে। তাই এটিএম বুথ ব্যবহার না করে শাখায় এসেছি টাকা তুলতে।

আজ সকালে মতিঝিল ও পল্টনে ব্যাংকের শাখাগুলোয় ক্যাশ কাউন্টারে লম্বা লাইন দেখা যায়।

অনেকে নতুন নকশার নোট সংগ্রহের জন্য ব্যাংকেও যান। কিন্তু সরবরাহ সীমিত থাকায় সবাই নতুন টাকা সংগ্রহ করতে পারেননি।

রূপালী ব্যাংকের করপোরেট শাখার এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অনেকে নতুন ডিজাইনের নোট সংগ্রহ করতে আসেন, কিন্তু সরবরাহ সীমিত থাকায় তা দিতে পারছি না। অনেকে ঈদে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কোরবানির পশু কেনার প্রস্তুতি নিচ্ছেন। তাই তারা নতুন নোট সংগ্রহ করছেন।

ঈদকে সামনে রেখে গত ১ জুন থেকে বাংলাদেশ ব্যাংক ২০ টাকা, ৫০ টাকা ও এক হাজার টাকার নোট বাজারে ছাড়ে।

সাধারণত ঈদের সময় নতুন নোটের চাহিদা বেড়ে যায়। কারণ উপহার হিসেবে অনেকে নতুন নোট দেন।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ব্যাংকিং খাতে সামগ্রিকভাবে তারল্য বা নগদ অর্থের ঘাটতি নেই। তবে দুর্বল আর্থিক অবস্থা ও অন্যান্য কারণে কিছু ব্যাংক নগদ সংকটে ভুগছে।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হুসেইন খান বলেন, আমরা ডিজিটাল লেনদেনে উৎসাহিত করছি। পশুর হাটে নগদ অর্থের ব্যবহার নিরুৎসাহিত করছি।

নতুন নোটের বিষয়ে তিনি বলেন, এবার ঈদের আগে শুধু ২০ টাকা, ৫০ ও এক হাজার টাকার নোট বাজারে এসেছে। ঈদের পর নতুন নকশার পাঁচ টাকা, ১০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা ও ৫০০ টাকার নোট ছাপানো শুরু হবে বলে আশা করছি।

ইত্তেফাক/এমএস