রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

১০টি প্রকল্প পুনর্মূল্যায়ন

সরকার প্রকল্প থেকে ৪৬ হাজার কোটি টাকা সাশ্রয় করেছে: উপপ্রেস সচিব

আপডেট : ০৪ জুন ২০২৫, ১৭:২১

দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত সরকার ১০টি প্রকল্প পুনর্মূল্যায়নের পর ব্যয় কমিয়ে সর্বমোট ৪৬ হাজার ৩০৮ দশমিক ৪ কোটি টাকা সাশ্রয় করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

বুধবার (৪ জুন) ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

আজাদ মজুমদার লিখেন, ‘সরকার কি করছে? প্রায়ই শুনি। আমরা বলি, তবু অনেকেই মানতে চান না। আজ মনে হলো একটা উদাহরণ সুনির্দিষ্ট তথ্য সহ সবাইকে জানানো দরকার।’

তিনি লিখেছেন, ‘অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরপরই বিভিন্ন উন্নয়ন প্রকল্প পুনঃমূল্যয়ন করেছে। দেখা গেছে, প্রায় সব প্রকল্পেই অযৌক্তিকভাবে এস্টিমেটেড ব্যয় বা প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে। সরকার এই খরচ কমিয়ে এনেছে।’

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের ফেসবুক পোস্ট

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব বলেন, ‘সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগে ব্যয় সংকোচন হয়েছে প্রায় ১০ হাজার ৮৫৪.৩২ কোটি টাকা, সেতু বিভাগে ব্যয় সংকোচন হয়েছে ৭ হাজার ৫৩৭ কোটি টাকা ও রেলপথ মন্ত্রণালয় ব্যয় সংকোচন হয়েছে ৮ হাজার ৩৬.৯০ কোটি টাকা।’

এছাড়া বিদ্যুৎ বিভাগে ৭ হাজার ৪৫৪.৩১ কোটি টাকা ব্যয় সংকোচন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে ব্যয় সংকোচন ১২ হাজার ৪২৫.৫১ কোটি টাকা। সবমিলিয়ে এই পাঁচ বিভাগের মোট ব্যয় সংকোচন হয়েছে ৪৬ হাজার ৩০৮.০৪ কোটি টাকা।’

এই টাকা লুটপাটের জন্য বরাদ্দ করা হয়েছিল জানিয়ে আজাদ মজুমদার বলেন, ‘সরকার জনগণের এই টাকাটা বাঁচিয়ে দিয়েছে। এই টাকা দিয়ে জ্বালানি খাতে সমস্ত বকেয়া মিটিয়ে দিয়ে শূন্যে নামিয়ে আনা হয়েছে।’

ইত্তেফাক/এটিএন