কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের একটি বসতবাড়িতে অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এসময় ওই বাড়ি থেকে অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার এবং এ ঘটনায় জড়িত অস্ত্র তৈরির কারিগর নুরুল আলম (৫৮) কে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিএমচর ইউনিয়নের একটিক্কাখালী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির কারখানাটি উদঘাটন করেছে। গ্রেফতারকৃত নুরুল আলম বিএমচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের একটিক্কাখালী এলাকার আবদুল বসুর ছেলে।
বুধবার (৪ জুন) বিকেলে চকরিয়া থানা পুলিশ প্রেস ব্রিফিং করে অস্ত্র তৈরির কারখানার সন্ধান ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে।
চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, অভিযানের সময় অস্ত্র তৈরির কারিগর নুরুল আলমের বসতঘর থেকে ১৯ আইটেমের অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাঁর মধ্যে রয়েছে (১) একটি দেশীয় অস্ত্রের তৈরিকৃত কাঠের বাটসহ বডি, যাহা লম্বা ১৭ (সতের) ইঞ্চি, (২) অস্ত্র তৈরির ব্যারেল ৩৬ ইঞ্চি লম্বা দুইটি, ৩১ ইঞ্চি লম্বা একটি, ২৬ ইঞ্চি লম্বা একটি, ২০.৫ ইঞ্চি লম্বা একটি.১৬ ইঞ্চি লম্বা একটি, ১৫.৫ ইঞ্চি লম্বা একটি, ১৩.৫ ইঞ্চি লম্বা একটি, (৩) চায়না রাইফেলের গুলির খালি খোসা একটি, ৩০৩ রাইফেলের গুলির খালি খোসা একটি, মাথাভাঙ্গা গুলি একটি (৪) ১২ বোর শর্টগানের কার্তুজ (লেডবল) দুটি, কার্তুজের খালি খোসা একটি, (৫) অস্ত্র তৈরির লোহার পার্টস ৪পিস, (৬) অস্ত্রে ব্যবহৃত তৈরিকৃত ট্রিগার ৯ টি. (৭) অস্ত্রের ফায়ারিং পিন ৫ টি, (৮) অস্ত্র তৈরির মেশিন, যাহার নাম বাইচ, (৯) অস্ত্র তৈরির স্প্রিং দুইটি, (৯) অস্ত্র তৈরির স্প্রিং ছোট ১২ টি, (১০) অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত ওয়েল্ডিং মেশিন এক টি, ড্রিল মেশিন একটি, ড্রিল মেশিনের ফল ছোট-বড় ৩০ টি, (১২) গ্র্যান্ডিং মেশিন একটি, মেশিনের ব্রেড ১৩টি, (১৩) অস্ত্র তৈরির বাটের যোগান লোহার তৈরি ছোট-বড় ৪ পিস, (১৪) একটি কাঠের হাতলযুক্ত দা, যা লম্বায় ২০ ইঞ্চি, একটি লোহার হাতলযুক্ত দা, যাহা লম্বায় ১৭ ইঞ্চি, (১৫) অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত লোহার বাটাইল ৬ টি, লোহার হাতুড়ি দুটি, ক্রু ড্রাইভার তিনটি, করাত দুটি, শান পাথর একটি, (১৬) আড়ি ব্রেড ফ্রেমসহ একটি, রেত ৬টি, প্লাস দুটি,. (১৭) শেলাই রেখা একটি, (১৮) অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত ছোট ছোট লোহার অংশ বিশেষ ৩০টি. (১৯) অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত ওয়েল্ডিং রড ১৬টি সহ বিভিন্ন সরঞ্জাম।
শফিকুল ইসলাম আরও বলেন, গ্রেফতারকৃত অস্ত্র তৈরির কারিগর নুরুল আলমের বিরুদ্ধে চকরিয়া থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে ৪ জুন বিকালে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।