বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

খুলনায় মিছিল করতে গিয়ে আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক

আপডেট : ০৪ জুন ২০২৫, ২০:৩০

খুলনায় মিছিল করতে গিয়ে আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ জুন) দুপুরে নগরীর নিজ খামার এলাকা থেকে তাদের আটক করা হয়।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার দুপুরে নিজ খামার এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে একজন দৌড়ে পালাতে গিয়ে পা ভেঙে পড়েছিলেন। পরে তাকেও আটক করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

 

ইত্তেফাক/এএম