শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

গুলিস্তান থেকে পাঁচ ছিনতাইকারী গ্রেপ্তার

আপডেট : ০৪ জুন ২০২৫, ২১:২১

ঈদুল আজহায় ঘরে ফেরা মানুষের যাত্রা নিরাপদ করতে রাজধানীর ছিনতাইপ্রবণ এলাকায় অভিযানসহ গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৩ জুন) রাতে গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- মো. রানা (২৮), হৃদয় (২৫), বাদশা (৪২), মো. রিফাত (২৪) ও খান জাহান (২৬)।

বুধবার (৪ জুন) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

ডিবি সূত্রে জানা যায়, নগরবাসীর নিরাপদ যাত্রা নিশ্চিত করতে রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে পেশাদার ছিনতাই চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইত্তেফাক/এমএস