রোববার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ফল প্রকাশ, পাসের হার ৬৯.২৫%

আপডেট : ০৪ জুন ২০২৫, ২২:৩০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২২ সালের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৬৯ দশমিক ২৫ শতাংশ।

বুধবার (৪ জুন) বিকালে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮০টি কলেজের এক লাখ ৯৫ হাজার ৫৯১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। পাসের হার ৬৯ দশমিক ২৫ শতাংশ। প্রকাশিত ফলাফলে কোনও অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পরীক্ষার ফলাল http://recentresult.nu.ac.bd অথবা http://result.nuac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

ইত্তেফাক/এমএএম