বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

দেশে ফের করোনার হানা, একজনের মৃত্যু

আপডেট : ০৫ জুন ২০২৫, ১৮:৫২

দেশে ফের হানা দিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। অনেকদিন করোনা আক্রান্তের খবর শোনা না গেলেও গত কয়েকদিন ধরে পরীক্ষানিরীক্ষার মাধ্যমে শনাক্তের খবর পাওয়া গেছে। এরই ধারবাহিকতায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেই সঙ্গে ২১টি নমুনা পরীক্ষায় তিনজনের শরীরে এই ভাইরাসটি শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিটি পুরুষ। তার বয়স ৮১ থেকে ৯০ বছরের মধ্যে। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৫০০ জন। এখন পর্যন্ত এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৭৩৯ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার (৪ জুন) সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৮টা পর্যন্ত ২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৪ দশমিক দুই নয় শতাংশ। এই সময়ে করোনা থেকে তিনজন সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত এই ভাইরাস থেকে সুস্থ হয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৬০ জন।

ইত্তেফাক/এনএন

এ সম্পর্কিত আরও পড়ুন