রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

সাতক্ষীরায় সড়ক থেকে বোমা সদৃশ ৩০টি বস্তু উদ্ধার

আপডেট : ০৬ জুন ২০২৫, ০৯:৪০

সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের মৌবন রেস্তোরাঁর সামনে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (৫ জুন) রাত ৯টার দিকে অভিযান চালিয়ে প্রায় ২৫ থেকে ৩০টি ককটেলজাতীয় বস্তু উদ্ধার করা হয়। ঘটনায় এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে।

র‍্যাব-৬ এর সাতক্ষীরা শাখার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জিহাদ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে খবর পাওয়া যায় যে বাইপাস সড়কের পাশে সন্দেহজনক কিছু বস্তু পড়ে আছে। খবর পাওয়ার পরপরই সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায় এবং এক ব্যাগ ভর্তি বোমা সদৃশ বস্তু উদ্ধার করে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, 'আমরা প্রথমে বুঝতেই পারিনি কী ঘটছে। যৌথ বাহিনী আসার পর জানতে পারি রাস্তার পাশে বোমার মতো কিছু পাওয়া গেছে। এতে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।'

ঘটনার উপস্থিত সাংবাদিকরা জানান, রাত ১০টা ১৫ মিনিটের দিকে কোনো ধরনের বিশেষ নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই এসব বস্তু সরিয়ে নেওয়া হয়। প্রথমদিকে গণমাধ্যমকর্মীদের ভিডিও ধারণ করতে দেওয়া হলেও, পরে বস্তুগুলো বালতিতে তোলার সময় ক্যামেরা বন্ধ করতে বলা হয়, যা নিয়ে প্রশ্ন উঠেছে নিরাপত্তা ও পেশাদারিত্ব ঘিরে।

এদিকে পুরো ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। উদ্ধার হওয়া বোমা সদৃশ বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

ইত্তেফাক/টিএইচ