রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

চলন্ত বাসের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ০৬ জুন ২০২৫, ১৭:৩৫

ঈদে মা আর স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরা হল না পাবনার যুবক রানা ইসলামের (২৩)। বাড়ি ফেরার পথে চলন্ত বাসের ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে রানার।

শুক্রবার (৬ জুন) সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধল্লাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রানা ইসলাম পাবনার চাটমোহর উপজেলার দাড়িয়া কয়ড়াপাড়া গ্রামের মো. মোতালেব মিয়ার ছেলে। বৃহস্পতিবার রাতে তিনি ঢাকার গাবতলি বাসস্ট্যান্ড থেকে তার মা ও স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

পুলিশ  ও স্থানীয়রা জানান, নিহত যুবকের স্ত্রী ও মা গাড়ির ভেতরে সিটে বসলেও রানা সিট না পেয়ে গাড়ির ছাদে করে যাচ্ছিলেন। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজট থাকার কারণে গাড়ি টাঙ্গাইলের সখীপুর হয়ে কালিহাতীর উপর দিয়ে যাচ্ছিল। কালিহাতীর পুবে ধল্লাই এলাকায় তিনি ছাদ থেকে পড়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

এদিকে, তার পরিবারের লোকজন পাবনা বাস স্ট্যান্ডে নেমে রানাকে না পেয়ে তার মোবাইলে ফোন করে জানতে পারেন রানার লাশ কালিহাতীতে সড়কের পাশে পরে আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, পুলিশ নিহত যুবকের লাশ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

ইত্তেফাক/এমএএস