কাশ্মীরের পেহেলগাম এলাকায় বৈসরন উপত্যকায় সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে ভারত-পাকিস্তান সম্পর্ক আরও জটিল মোড় নিয়েছে। এর প্রভাব শুধু রাজনৈতিক স্তরেই সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছে বিনোদন জগতেও। এমন এক সময়ে, যখন বলিউডে পাকিস্তানি শিল্পীদের বয়কটের দাবি জোরালো হচ্ছে, তখনই নেটদুনিয়ায় ফাঁস হয়ে যায় বলিউডের জনপ্রিয় গায়ক-অভিনেতা দিলজিত দোসাঞ্জ ও পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটি ‘সর্দার ৩’ সিনেমার শুটিং সেট থেকে বলে ধারণা করা হচ্ছে। যদিও বাস্তব জীবনে তাদের মধ্যে কোনও সম্পর্ক নেই, বরং এই সিনেমার জন্যই তাদের একসঙ্গে দেখা গেছে। এর আগে জানা গিয়েছিল, এই ছবিতে জুটি বাঁধতে চলেছেন দিলজিত ও হানিয়া। ইতিমধ্যেই সিনেমার শুটিংও শুরু হয়েছে।
কিন্তু এমন সময়ে যখন পুলওয়ামা ও পহেলগাঁওয়ের ঘটনার পর বলিউডে পাক শিল্পীদের প্রবেশ কার্যত নিষিদ্ধ, তখন হানিয়া আমিরকে কাস্ট করা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। দিলজিত দোসাঞ্জ সোশাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করলেও সেখানে হানিয়ার নাম উল্লেখ করেননি।
তবে অনুরাগীদের চোখ এড়ায়নি বিষয়টি। একটি ছবিতে নীরু বাজওয়ার পিছনে থাকা এক তরুণীকে হানিয়া বলে দাবি করছেন অনেকে। এমনকি দিলজিতের পরা টি-শার্টেও নাকি হানিয়ার মুখ দেখা যাচ্ছে- এমনও মন্তব্য করেছেন কিছু নেটিজেন।
এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় ভারতীয়রা প্রশ্ন তুলেছে- ‘পাকিস্তান যখন সন্ত্রাসে মদত দিচ্ছে, তখন কেন পাক অভিনেত্রীকে ছবিতে নেওয়া হচ্ছে?’ আবার কেউ সরাসরি দিলজিতকে বয়কটের ডাকও দিয়েছেন।
যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত দিলজিত কিংবা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে কোনও মন্তব্য আসেনি।
উল্লেখ্য, জুনের ২৭ তারিখ মুক্তি পাওয়ার কথা ‘সর্দার ৩’-এর। কিন্তু হানিয়া আমির যদি এই সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে থাকেন, তবে ছবির মুক্তি নিয়েও জোর দ্বন্দ্ব তৈরি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত, অতীতে বলিউডে রাহাত ফতেহ আলি খান, আতিফ আসলাম, ফাওয়াদ খান, মাহিরা খানের মতো পাক তারকারা জনপ্রিয়তা পেয়েছেন। তবে পুলওয়ামা হামলার পর ভারতীয় সিনে সংগঠনগুলির সিদ্ধান্তে পাক শিল্পীদের বলিউডে কাজ করা কার্যত বন্ধ হয়ে যায়। বর্তমান পরিস্থিতিতে সেই নিষেধাজ্ঞা আরও কঠোর হয়েছে বলেই মনে করা হচ্ছে।
এদিকে, পেহেলগামে হামলার পর থেকেই ভারতে হানিয়া আমির, মাহিরা খান, আলি জাফর, সজল আলি-সহ একাধিক পাকিস্তানি তারকার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও ব্লক করে দেওয়া হয়েছে।