বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ২০ জনকে ‘পুশইন’ করেছে বিএসএফ

আপডেট : ১০ জুন ২০২৫, ১৫:৩৩

দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের পৃথক দুটি সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১০ জুন) ভোরে দিনাজপুরের বিরল ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সীমান্ত দিয়ে তাদের ঠেলে পাঠানো হয়। পরে বিজিবির টহল দলের সদস্যরা তাদের আটক করে।

বিজিবির এনায়েতপুর বিওপির কোম্পানি কমান্ডার ঠান্ডু মিয়া এসব বিষয় নিশ্চিত করেছেন। বিজিবির এনায়েতপুর বিওপির কোম্পানি কমান্ডার ঠান্ডু মিয়া। তিনি জানান, আটক ব্যক্তিদের বাংলাদেশের নাগরিক কি না, তা যাচাই-বাছাই চলছে।

বিজিবির সূত্রে জানা গেছে, দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকার এনায়েতপুর সীমান্ত দিয়ে ভারতের কুশমণ্ডি থানার মোল্লাপাড়া গেট দিয়ে ১৩ জনকে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। এদের মধ্যে ২ জন নারী, ২ জন পুরুষ ও ৯ জন শিশু রয়েছে। 
 
অন্যদিকে, একই ব্যাটালিয়নের অধীনে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার চান্দুরিয়া বিওপি সীমান্ত দিয়ে বিএসএফ আরও ৭ জনকে পুশইন করেছে। এদের মধ্যে শিশুও রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ৪২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল-মইন হাসান।

ইত্তেফাক/এনটিএম/এমএএস