বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

বজ্রপাতে মা অজ্ঞান, প্রাণ গেল কোলে থাকা শিশুর

আপডেট : ১১ জুন ২০২৫, ১২:২৬

মায়ের বুকের দুধ পান করছিল আট মাস বয়সী শিশু ডেভিড চাকমা। হঠাৎ বজ্রপাত কেড়ে নিলো মায়ের কোলে থাকা শিশু ডেভিডের প্রাণ। আহত হলেন মা মিতালি ত্রিপুরাও। 

মঙ্গলবার (১০ জুন) বিকালে রাঙ্গামাটির লংগদু উপজেলার বামে আটারকছড়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত ডেভিড চাকমার স্বজনরা জানায়, বিকাল ৪টা থেকে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় মিতালি ত্রিপুরা শিশু সন্তানকে নিয়ে ঘরের বারান্দায় শুয়ে দুধপান করাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দ করে বজ্রপাত হলে মিতালি ত্রিপুরা ও শিশু ডেভিড চাকমা বিদ্যুতায়িত হন। পরে ঘরের অন্য সদস্যরা এগিয়ে এসে দেখেন মা ও শিশু দুজনেই নিথর পড়ে আছে। কিছুক্ষণ পর মা মিতালি ত্রিপুরার জ্ঞান ফিরলেও শিশু ডেভিড আর জেগে ওঠেনি।

এ ঘটনায় তাদের ঘরের বিদ্যুতের ফিউজ কাটআউট ভেঙ্গে ছিন্নভিন্ন হয়ে গেছে ও বাসার ইলেকট্রনিক ডিভাইসগুলো নষ্ট হয়ে গেছে।

আটারকছড়া ইউনিয়নের চেয়ারম্যান অজয় মিত্র চাকমা  বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। মায়ের কোলে বজ্রপাতে শিশুর মৃত্যু হলো। প্রাকৃতিক বন উজাড় ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘনঘন বজ্রপাতের ঘটনা ঘটছে। প্রাকৃতিক এই দুর্যোগ থেকে বাঁচতে মানুষকে আরও সচেতন হতে হবে।

লংগদু থানা পরিদর্শক (তদন্ত) সর‌জিত কুমার দে ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে‌ ব‌লে‌ন, এটা প্রাকৃ‌তিক দুর্যোগ। শিশু‌টির প‌রিবা‌রের কেউ ‌কোনো অ‌ভি‌যোগ ক‌রে‌নি। বর্জ্রপাতের হাত থেকে ক্ষয়ক্ষতি রক্ষায় সবাইকে সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। 

ইত্তেফাক/এপি