বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

রাজবাড়ীতে চালককে হত্যা, অটোরিকশা ছিনতাই

আপডেট : ১১ জুন ২০২৫, ১২:৩৭

রাজবাড়ীর কালুখালী উপজেলায় এক অটোরিকশাচালককে হত্যা করে তার যানটি নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১১ জুন) ভোরে উপজেলার চাঁদপুর এলাকায় চন্দনা নদী থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত চালকের নাম আসলাম প্রামাণিক (৪২)। তিনি পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের ফেনু প্রামাণিকের ছেলে।

নিহতের বড় ভাই শাহজাহান প্রামাণিক বলেন, মঙ্গলবার সকালে আসলাম অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। সারা রাত খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। বুধবার ভোরে খবর পাই চন্দনা নদীতে একটি মরদেহ পাওয়া গেছে। পরে গিয়ে দেখি, সেটি আমার ভাইয়ের।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে রাজবাড়ী মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের পর চালককে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। তদন্ত চলছে।

ইত্তেফাক/এপি