নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে আনিসুর রহমান (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৬ জন।
মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যার পর উপজেলার নওপাড়া ইউনিয়নের ধনাচাপুর গ্রামে গান গাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, একই গ্রামের সিদ্দিকুর রহমানের লোকজন ঘটনার দিন বিকেলে সাইদুর রহমানের বাড়ির সামনে দিয়ে অশ্লীল ভাষায় গান গেয়ে যাচ্ছিল। এ সময় সাইদুর রহমানের ছোট ভাই আনিসুর রহমান তাদের নিষেধ করলে দুইপক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুরতর আহত হন আনিসুরসহ অন্তত ৭ জন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনিসুর রহমানকে মৃত ঘোষণা করেন ।
স্থানীয় নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. সারোয়ার জাহান কাউসার বলেন, শুনেছি গান গাওয়াকে কেন্দ্র করে মারামারি ও হতাহতের ঘটনা ঘটেছে। বিষয়টি খুবই দুঃখজনক।
এ বিষয়ে কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওমর কাইয়ুম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।