মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

আপডেট : ১১ জুন ২০২৫, ১৭:২৯

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে গোসল করতে নেমে মো. মাহিম (১৬) নামে এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) দুপুর ২টার দিকে জাফলং জিরোপয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত মো. মাহিম চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার শহীদপাড়া এলাকার মো. জামিল মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মাহিমসহ ৪০ জনের একটি দল বাসে করে বুধবার সকাল ১০টার দিকে জাফলংয়ে বেড়াতে আসে। দুপুরের দিকে মাহিমসহ কয়েকজন জিরো পয়েন্টে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে মাহিম স্রোতের টানে তলিয়ে যায়। পরে ঘণ্টাব্যাপী তৎপরতা চালিয়ে তার লাশ উদ্ধার করা হয়।

মাহিমের দাদি সালমা বেগম বলেন, ‘নাতি মাহিম ও তার ছোট ভাই ফাহিমকে নিয়ে বেড়াতে আসি। হঠাৎ করে মাহিমকে কেউ খুঁজে পাচ্ছিল না। পরে শুনি সে পানিতে পড়ে গেছে। আমার নাতিকে হারিয়ে ফেলেছি। এখন আমি তার বাবা-মাকে কী জবাব দেব।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ইত্তেফাক/এমএএস