মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ঈদের ফিরতি যাত্রায় বাড়তি ভাড়া, দুজনের দণ্ড

আপডেট : ১২ জুন ২০২৫, ০৯:০৮

কুড়িগ্রামের উলিপুরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই বাস কাউন্টার মালিককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ জুন) বিকেল ৩টার দিকে উলিপুরের ঢাকাগামী বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উলিপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা ও বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন খালিদসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে বাসের ভাড়া আদায়ে কাউন্টারে ভাড়ার তালিকা না টানানোর জন্য তৃষা পরিবহনের মালিককে নগদ ৫ হাজার টাকা ও মৌসুমী এন্টারপ্রাইজ-২ পরিবহনের মালিককে ৫ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা  জরিমানা করা হয়।  
  
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা সাংবাদিকদের বলেন, কয়েকটি কাউন্টারে আমরা সেনাবাহিনীসহ অভিযান পরিচালনা করেছি। যেসব কাউন্টারে অনিয়ম হয়েছে সেখানে মোবাইল কোর্ট আইন অনুযায়ী অর্থদণ্ড করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী কুড়িগ্রামের ক্যাম্পের ক্যাপ্টেন খালিদ জানান, ঈদ পরবর্তী ঢাকাগামী যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত এবং হয়রানি কমানোর জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইত্তেফাক/এপি