চাঁদপুরের কচুয়ায় জামায়াতের ঈদ পুনর্মিলনীতে হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন। বুধবার (১১ জুন) সকালে উপজেলার নাউলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মো. শাহপরান, স্বপন মিয়া, মো. আরিফ, ফাহাদ, এমরান ও মৃদুল। বর্তমানে আহতরা কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, সকালে ১০ নম্বর গোহট উত্তর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের পক্ষ থেকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুমতি নিয়েই নাউলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-১ (কচুয়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী।
এদিকে, একই বিদ্যালয়ে বেলা ১১টার দিকে ‘আলা হযরত’ নামে একটি পাঠাগারের ব্যানারে আরেকটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করতে চায় স্থানীয় সুন্নি জামায়াতের একটি পক্ষ। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের অনুমতি না দেওয়ার পরও তারা সেখানে উপস্থিত হয় এবং চলমান জামায়াতের অনুষ্ঠানে ইটপাটকেল নিক্ষেপ ও হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের মেসবাহ বলেন, ‘সকালে গোহট উত্তর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর পুনর্মিলনীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দোসর আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সন্ত্রাসীরা হামলা চালায়। এসময় মুহাদ্দিস আবু নছর আশরাফিকে বাঁচাতে গিয়ে জামায়াতের কয়েকজন কর্মী গুরুতর আহত হন।’
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, ‘জামায়াতের অনুষ্ঠানে হামলা হয়েছে শুনেছি। মামলা দায়ের হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’