শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

এইচপি দলে কোচ সালাউদ্দিনের ছেলে, রয়েছে আরও চমক

আপডেট : ১২ জুন ২০২৫, ১৪:২১

বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) ক্যাম্প শুরু হতে যাচ্ছে। ২৮ জন ক্রিকেটারকে নিয়ে আগস্টের মাঝামাঝি পর্যন্ত চলবে এই ক্যাম্প। বুধবার (১১ জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

এই ক্যাম্পে ডাক পেয়েছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে নুহায়েল সানদিদ। প্রথমবার বিসিবির তত্ত্বাবধান ও পরিচালনায় বিশেষায়িত কোনো স্কোয়াডে ডাক পেলেন এই চায়নাম্যান বোলার। 

আগামী শুক্রবার, শনিবার ও রোববার তিনদিন ক্রিকেটারদের স্ক্রিনিং পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৬ জুন ক্রিকেটাররা চলে যাবেন চট্টগ্রামে। প্রথম ধাপে ১৭ জুন থেকে ১৪ জুলাই চট্টগ্রামে ক্যাম্প অনুষ্ঠিত হবে।

চট্টগ্রামে প্রথম ধাপের অনুশীলন শেষ করে ১৫ জুলাই এইচপি দল যাবে রাজশাহীতে। সেখানে ১৬ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত দ্বিতীয় দফায় অনুশীলন চলবে। 

ক্রিকেটীয় অনুশীলন ছাড়াও ইংরেজি ভাষার দক্ষতা, খাদ্যাভ্যাস, গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ, প্লেয়িং কন্ডিশন সম্পর্কে ধারণা ও দুর্নীতি বিরোধী গাইডলাইন সম্পর্কে জ্ঞান দেওয়া হবে এই ক্যাম্পে। ঢাকায় প্রথম তিনদিন তাত্ত্বিক বিষয়ের ক্যাম্পের পর চট্টগ্রাম ও রাজশাহী  হবে স্কিল ট্রেনিং ও ম্যাচ অনুশীলন।

এইচপিতে ডাক পেয়েছেন যারা—

ওপেনিং ব্যাটার: মাহফিজুল ইসলাম, আশিকুর রহমান শিবলি, জিসান আলম, হাবিবুর রহমান সোহান, আইচ মোল্লা, ইফতেখার হোসেন ইফতি।

মিডল অর্ডার ব্যাটার: আরিফুল ইসলাম, আহরার আমিন, প্রীতম কুমার।

স্পিনিং অলরাউন্ডার: মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন, রাকিবুল হাসান, ওয়াসি সিদ্দিকি, আশরাফুল হাসান। 

পেস বোলিং অলরাউন্ডার: তোফায়েল আহমেদ, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আহমেদ শরিফ, আব্দুল্লাহ আল মামুন।

স্পিনার: নাঈম আহমেদ, স্বাধীন ইসলাম, নাঈম ইসলাম সাকিব, নুয়ায়েল সানদেদ।

পেসার: মারুফ মৃধা, রিপন মণ্ডল, মেহেদী হাসান, শফিকুল ইসলাম,  আব্দুল গাফফার, আসাদুজ্জামান পায়েল।

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন