বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

আগৈলঝাড়ায় বাল্যবিবাহের অপরাধে মেয়ের বাবাকে জরিমানা

আপডেট : ১২ জুন ২০২৫, ১৭:২৯

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বাল্যবিয়ের আয়োজন করে ১০ হাজার টাকা জরিমানা গুনলেন মেয়ের বাবা। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিহা তানজিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই বাল্যবিয়ে বন্ধ ও জরিমানা করেন। পাশাপাশি আদালত মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না এবং ১৮ বছর না হওয়া পর্যন্ত বর ওই কিশোরীকে বিয়ে করবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ১৬ বছর বয়সী এক শিক্ষার্থীকে পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার বিজয়পুর গ্রামের সৌদি প্রবাসী এক ছেলের সঙ্গে বিয়ের আয়োজন চলছিল। এ সংবাদ জানতে পেরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন অভিযান চালিয়ে বিয়ে অনুষ্ঠান পণ্ড করে দেয়। এসময় বিয়ের অনুষ্ঠান থেকে সকলে পালিয়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন বৃহস্পতিবার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাল্যবিয়ে দেয়ার অপরাধে মেয়ের পিতা বাচ্চু হাওলাদারকে ১০ হাজার টাকা জরিমানাসহ বিয়ের পূর্ণবয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেওয়ার মুচলেকা রাখা হয়েছে।

ইত্তেফাক/এএইচপি