শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ১২ জুন ২০২৫, ১৭:২৬

টাঙ্গাইলের ঘাটাইলে সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টিক্কাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ জুন) ভোরে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম টিক্কা দিঘলকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কালিয়াগ্রামের মৃত শামছুল আলম খানের ছেলে। তিনি দিঘলকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

পুলিশ জানায়, মধুপুরে  বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

মধুপুর থানার ওসি এমরানুল কবীর বলেন, ঘাটাইল থানার সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতকে ৩ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

ইত্তেফাক/এএইচপি