শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

খামেনি কি বেঁচে আছেন? 

আপডেট : ১৩ জুন ২০২৫, ০৯:৩৪

ইরানের পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ফ্যাক্টরি ও সামরিক কমান্ডারে শুক্রবার (১৩ জুন) মুহুর্মুহু হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইরানি মিডিয়া ও প্রত্যক্ষদর্শীরা দেশটির প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা নাতানজেও বিস্ফোরণের কথা জানিয়েছে। খবর রয়টার্সের।  

ইরানের রাষ্ট্রীয় মিডিয়ায় খবরে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় দেশটির রেভ্যুলশনারি গার্ডের প্রধান হোসেইন সালামি নিহত হয়েছেন। এ ছাড়া তেহরানে রেভ্যুলশনারি গার্ডের সদরদপ্তরেও হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় দুইজন সিনিয়র পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন। 

এদিকে নউর নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির সহযোগী শামখানি গুরুতর আহত হয়েছেন। তবে খামেনি অক্ষত আছেন বলে নিরাপত্তা সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে। 

খবরে বলা হয়ে, আলি শামখানি তার বাসভবনে হামলায় গুরুতর আহত হয়েছেন এবং তাকে তেহরানের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

আল জাজিরা জানিয়েছে, এই হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ার বার্তা দিয়েছেন খামেনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদসংস্থা ইরনা খামেনির একটি বিবৃতিতে প্রকাশ করেছে।

খামেনি বলেছেন, ইসরায়েলকে তিক্ত ও বেদনাদায়ক পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। 

ইত্তেফাক/এসআর