শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

গোপালগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

আপডেট : ১৩ জুন ২০২৫, ১৪:০৪

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহতের খবর পাওয়া গেছে। সবশেষ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ‍আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মাঝবাড়ি ও বংকুরা গ্রামের লোকজন এ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তাদের কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বংকুরা গ্রামের রিয়াজুল শেখ কুশলা ইউনিয়নের কান্দি গ্রামের ফারুক হোসেনের কাছ থেকে ভাঙারি ব্যবসা করার জন্য টাকা ধার নেয়। সেই টাকা সময়মতো না দেওয়ায়  ফারুক হোসেন রিয়াজুলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঘটনাটি জানাজানি হলে সকাল সাড়ে ৯টার দিকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে অনেকের হাতে দেশীয় অস্ত্রশস্ত্র দেখা গেছে। হেলমেট পড়ে সংঘর্ষে অংশ নেয় গ্রামবাসী। প্রায় দুই ঘণ্টা ধরে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া।

খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পুলিশের সঙ্গে যোগ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

কোটালীপাড়া থানার এস.আই মামুনুর রশীদ বলেন, এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো পক্ষ থেকে এখন পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এপি