শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

মুখোমুখি অবস্থানে বিএনপি-গণঅধিকার পরিষদ

পটুয়াখালীর গলাচিপা ও দশমিনা উপজেলায় ১৪৪ ধারা জারি

আপডেট : ১৩ জুন ২০২৫, ১৬:২৭

পটুয়াখালীর গলাচিপা ও দশমিনা উপজেলায় রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৩ জুন) সকাল ৮টা থেকে ১৫ জুন সকাল ৮টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। এর আগে গতকাল বৃহস্পতিবার বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়  গলাচিপা ও দশমিনা উপজেলা প্রশাসন।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান ও দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসান স্বাক্ষরিত দুটি চিঠিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অর্পিত ক্ষমতাবলে জনগনের জানমাল ও সরকারি সম্পত্তি রক্ষার্থে শুক্রবার এ আদেশ জারি করেন।

চিঠিতে উল্লেখ করেন, গলাচিপা উপজেলার চরবিশ্বাস ও বকুলবাড়িয়া ইউনিয়নের সংঘটিত সাম্প্রতিক সংঘর্ষ এবং দশমিনা উপজেলা সদর ও বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ এলাকায় দুটি রাজনৈতিক দল একই সময়ে ভিন্ন ভিন্ন কর্মসূচি গ্রহন করায় ও রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে বিএনপি ও গণ অধিকার পরিষদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষের যুগপৎ কর্মসূচি ঘোষনার পরিপ্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক রক্তক্ষয়ী সংঘর্ষের সমূহ সম্ভাবনা বিদ্যমান রয়েছে। তাই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অর্পিত ক্ষমতাবলে জনগনের জানমাল ও সরকারি সম্পত্তি রক্ষার্থে এ আদেশ জারি করা হয়।

চিঠিতে আরো উল্লেখ করেন, আগামী ১৩ জুন সকাল ৮ ঘটিকা থেকে ১৫ জুন সকাল ৮ ঘটিকা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি বলবদ থাকবে। উল্লেখিত এ সময়ে ঐ এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজামায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও সকল প্রকার দেশীয় অস্ত্র বহনসহ সংশ্লিষ্ট এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির অবস্থান কিংবা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষনা করেন। এই আদেশ লংঘনকারীর বিরুদ্ধে তাৎক্ষনিক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় গত বৃহস্পতিবার সন্ধা ৭ টার দিকে চরবিশ্বাস ইউনিয়নে বিএনপি অফিস ভাংচুর করার অভিযোগ উঠেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হয়েছেন। আহতরা পটুয়াখালী জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

একই দিন রাত ১০টার দিকে পাতাবুনিয়া বটতলা বাজার এলাকায় নুরুল হক নুরকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ তোলে গণঅধিকার পরিষদ। বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা গাছ ফেলে রাস্তা অবরোধ করে রড ও রামদা নিয়ে নুরের গাড়িবহরে হামলার চেষ্টা করেন বলে দাবি করেন নুরুল হক নুর। তাদের কর্মীদের মারধর ও মোটরসাইকেল ভাঙচুর করেন। পরে ঘটনাস্থলে পৌঁছে নুরকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় সেনাবাহিনী ও পুলিশ।

ইত্তেফাক/কেএইচ/এনটিএম