সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ইরানে ইসরায়েলি হামলার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন চীন

আপডেট : ১৩ জুন ২০২৫, ১৬:০৭

ইরানে ইসরায়েলি হামলার ঘটনায় চীন গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। দেশটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছে।

শুক্রবার (১৩ জুন) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান ইসরায়েলি হামলার দিকে ইঙ্গিত করে বলেন, এই পদক্ষেপের সম্ভাব্য গুরুতর পরিণতি নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন।

তিনি বলেন, চীন ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতার উপর যে কোনো লঙ্ঘনের বিরোধিতা করে এবং উত্তেজনা বৃদ্ধি ও সংঘাত বিস্তারের বিরোধিতা করে।

মুখপাত্র প্রেস ব্রিফিংয়ে আরও বলেন, আঞ্চলিক উত্তেজনার হঠাৎ বৃদ্ধি কোনো পক্ষের স্বার্থে নয়। পরিস্থিতি স্বাভাবিক করতে চীন গঠনমূলক ভূমিকা পালন করতে প্রস্তুত।

এর আগে আজ ভোরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে এক বিশাল 'সামরিক অভিযান' শুরু করে। ২০০টি বিমান ইরানের পারমাণবিক কর্মসূচি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ক্ষমতা লক্ষ্য করে হামলা চালায়। এই হামলায় তেহরানের শীর্ষ সামরিক কর্মকর্তা এবং পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হন।

ইত্তেফাক/এসকে