বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

বাঁশখালীতে মধ্যরাতে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর

আপডেট : ১৩ জুন ২০২৫, ১৮:০৪

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের পশ্চিম মনকিচর হেডপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। 

বৃহস্পতিবার (১৩ জুন) দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ছিদ্দিক আকবর বাহাদুর জানান, খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সময়মতো ব্যবস্থা না নিলে আরও বড় ক্ষতি হতে পারত।

ক্ষতিগ্রস্ত বসতঘরের মালিকরা হলেন—আবুল কালাম বাবুল, মরিয়ম বেগম, নুরুল আলম, রেহানা বেগম, মনির উদ্দিন, নুর মোহাম্মদ, মিনার বেগম, রোজিনা বেগম, রহিমা বেগম, মো. শাকিল এবং কহিনুর।

স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন, আবুল কালাম বাবুল মাঝির ঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

শীলকূপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রত্যেককে ৫০ কেজি চাল ও দুটি করে কম্বল দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে আর্থিক সহায়তারও আশ্বাস দেওয়া হয়েছে।

বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার নুরুল বাশার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তা না হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ হতে পারত।

ইত্তেফাক/এএইচপি