গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আব্দুল খালেক মিয়া (৩৫) নামে এক পান-সুপারির ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ জুন) উপজেলার নাকাই হাট গরুহাটির সংযোগ সড়কের পাশে একটি ইউক্যালিপটাস গাছ বাগান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত আব্দুল খালেক মিয়া উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি নাকাই হাটে পান-সুপারি ব্যবসা করতেন।
নিহতের বড় ভাই আলম মিয়া জানান, বৃহস্পতিবার বিকালে আব্দুল খালেক মিয়া বাড়ি থেকে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান নাকাই হাটে যান। গভীর রাতেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন এলাকায় খোঁজ খবর করেন। কিন্তু তাঁর কোন সন্ধান পাননি।
তিনি আরও জানান, শুক্রবার সকালে স্থানীয়রা ওই গাছ বাগানে তাঁর গলা কাটা লাশ দেখেতে পায়। খবর পেয়ে তাঁরা গিয়ে সনাক্ত করেন এবং পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
বড় ভাই আলম মিয়া বলেন, আব্দুল খালেক সহজ-সরল মানুষ ছিলেন। তার সাথে কারও কোন শত্রুতা ছিল না। তিনি হত্যাকারীদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, পুলিশ তদন্ত শুরু করেছে। খুব অল্প সময়ের মধ্যেই হত্যার রহস্য ও এ ঘটনায় জড়িতদের সনাক্ত করা হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে।